#

অধ্যক্ষের বাণীঃ 1

 

ইসলাম প্রচারে  অন্যতম সুফী শাহ্ সুলতান  বলখি মাহী সাওয়ার (রা.) এর স্মৃতি বিজরিত ভূমি বগুড়া শহরে কেন্দ্রস্থলে অবস্থিত বগুড়ার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এ্যান্ড কলেজটি গত ২০১১ সালে শতবর্ষ উদযাপনের মধ্য দিয়ে প্রমান করল যে, এটি একটি অতি পুরাতন প্রতিষ্ঠান। তোমরা যারা এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করার সৌভাগ্য অর্জন করেছো তাদের প্রতি রইল অভিনন্দন শুভেচ্ছা ও স্বাগতম। প্রতিষ্ঠানটির ক্রান্তিলগ্নে আমি গত ২০০৩ ইং সালে দায়িত্বভার গ্রহন করি। প্রতিষ্ঠানটিতে পূর্বে  ‍শুধু হাইস্কুল শাখা থাকলেও বর্ত মানে এর সঙ্গে নতুন সংযোজন হয়েছে প্রভাতি হাইস্কুল ও কলেজ শাখঅ । এই প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পযায়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে ( মানবিক, বিজ্ঞান, ও ব্যাবসায় শিক্ষা শাখার ১৮টি বিষয় পাঠদান করা হয়। প্রভাতী শাখায় প্রায় ৩২৫ জন মাধ্যমিক (হাইস্কুল) শাখায় প্রায়, ৭১৫ জন এবং উচ্চ মাধ্যমিকে (কলেজ) শাখায় প্রায় ৮১২ জন সহ বর্তমানে প্রায় ১৮৫০ জন ছাত্র-ছাত্রীর মহামিলন ক্ষেত্রে এ বিদ্যায়তন । আধুনিক ও মানসম্মত শিক্ষাদানের সুপ্রশস্ত এ প্রতিষ্ঠানটি প্রতিদিনই জাতীয়  উন্নতিতে অবদান রেখে চলছে। সে কারনে সকল শিক্ষার্থীকে বছরের শুরু থেকে গুরুত্ব দিয়ে পরাশুনা করে, স্বপ্ন দেখার অনুপ্রেরণায় জীবনকে পাল্টে দেবার সময়টা  এক্ষুণি কাল ও পরশু নয়। তাই শুরু হোক তোমার স্বপ্নীল অগ্রযাত্রা, সব বাধা সব বিঘ্নকে জয় করে সামনের দিকে, স্বপ্নের দিকে এগিয়ে যাও,পৌছে যাও কাঙ্খিত লক্ষ্যে। কেননা তোমরাই দেশের মূল্যবান সম্পদ। দেশ, সমাজ ও জাতিকে আলোকিত করার দায় তোমাদের। আশা, বিশ্বাস ও ভরসা রাখি, তোমরা নিজেদের দায়যুক্ত করবে।