উত্তর বঙ্গের প্রবেশ দ্বার পুন্ডনগর নামে খ্যাত বগুড়ার সুনামধন্য বিদ্যাপীঠ হিসবে বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এ্যান্ড কলেজ প্রভাতি শাখা, হাইস্কুল শাখা ও কলেজ শাখায় নতুন বছরে যারা ভর্তির জন্য মনোনিত হয়েছে সেই প্রাণ প্রাচুর্যে উজ্জীবিত কচি-কাচা, নবীন-তরুণদের হৃদপদ্ম ও উচ্ছসিত ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। নতুন দিগন্তের পথ চলতে বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এ্যান্ড কলেজ পরিবার এসব শিক্ষার্থী/ছাত্র-ছাত্রীদের নির্দেশনার সারথী হলো। এই মেধাবীরাই একদিন সমাজ, জাতি ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকায় নেতৃত্ব দিবে । এই সময়টিতে জীবন গড়তে যেমন নিজেকেই সৎ সাহসী প্রতিশ্রুতিশীল ও নিয়ন্ত্রিত হতে হয়, ঠিক তেমনি গড্ডালিকা প্রবাহে গা ভাসালে সম্ভবনাগুলো নিমিষেই নিমজ্জিত হয় অন্ধকারের অতল গহ্বরে। আমার আশা ও বিশ্বাস এই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা ও জীবন চর্চার মধ্য দিয়ে এ তারণ্য তার সম্ভবনার নতুন দিগন্তের পথে এগিয়ে যাবে। প্রতিষ্ঠানের প্রধানের ঐকান্তিক প্রচেষ্টা ও শিক্ষকমন্ডলীর অফুরান্ত ভালোবাসার কারনে ৪র্থ বারের মতো এ প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহন করেছি । আমার দায়িত্ব গ্রহনকালে এ বিদ্যাপীঠটিতে নতুন সংযোজন হিসাবে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। মূল ভবনের পিছনে দ্বিতল ফ্যাসিলিটিস ভবনের সঙ্গে আরো একটি একাডেমিক ভবন নির্মান করা হয়েছে। এছাড়া পূর্বদিকে অভিবাবকের জন্য বসার আসন, ক্যান্টিন, গ্যারেজ,পশ্চিম দিকে ১টি চার তলা ভবন, মানসম্মত মূলফটক নির্মাণ করা হয়েছে যা সকলের দৃষ্ঠি নন্দন করে । ভাষা শহীদদের অমর করে রাখতে আধুনিক মানের একটি শহীদ মিনারও স্থাপন করা হয়েছে। সর্বপরি নতুন বছরের তিনটি (প্রভাতি, হাইস্কুল, ও কলেজ) ভর্তির যোগ্য নবীনদের এ বিশাল বিদ্যাপীঠের সবুজ শ্যামল চত্বরে অভিনন্দন জানাচ্ছি। নব আলোকের দীপ্ত আলোয় নবাগতদের জীবন স্বপ্নময় হোক-এ প্রত্যাশা রইল । প্রতিষ্ঠানকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান, গর্ভনিং বডি, শিক্ষকমন্ডলী ও এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করছি ।